- Joined
- Jan 5, 2017
- Messages
- 1,550
- Reaction score
- 148,980
- Points
- 113
- Website
- www.boighar.com
- Credits
- 76,771
যারা বই আপলোড করেন, এই রুলস তাদের জন্য প্রযোজ্য হবে। অনেকের এই ফোরামে বিভিন্ন বই শেয়ার করে থাকেন। কিন্তু যে বইটা তৈরি করেছে তাকে ক্রেডিট দেন না। শুধু অরিজিনাল আপলোডার নাম লিখে কাজ শেষ করেছেন। এখন থেকে এই কাজটি আর করা যাবে না। কোন বই শেয়ার করলে যিনি বইটি তৈরি করেছেন তার নাম লিখে দিতে হবে। তবে তিনি যদি নাম প্রকাশে অনিচ্ছুক থাকেন তবেই শুধু অরিজিনাল আপলোডার লেখা যেতে পারে। তবে আপনি শেয়ার করার পর অরিজিনাল আপলোডার যদি আপত্তি করেন তবে সেই বই সাইট থেকে রিমুভ করা হবে আর যিনি আপ দিয়েছেন তাকে ওয়ার্নিং দেয়া হবে যেন তিনি ভবিষ্যতে এই কাজ না করেন।
বিভিন্ন সাইটে বিভিন্ন বই পাওয়া যায়। ইপাব, মোবি বিভিন্ন ফরমেট এ। সব বই এখানে শেয়ার করার দরকার নেই। শুধু এক্সক্লুসিভ বইগুলো এখানে শেয়ার করা যেতে পারে। অন্যগুলো না করাই ভাল। যে বই অন্য যায়গায় পাওয়া যায় সেগুলো এখানে শেয়ার করার কোন মানে নেই। মানুষজন ঐ সাইটেরও নাম জানুক। আর যদি দিতেই চান তবে মেইন সেকশনে দেয়া যাবে না। শেয়ার সেকশনে দিতে হবে। মেইন সেকশনে শুধু এক্সক্লুসিভ বইগুলো থাকবে।
শুধু এক্সকুসিভ বইয়ের জন্য সবাই এই সাইটে আসুক।
তবে নেট এ পাওয়া যায় কিন্তু আপ্লোডার নিজে স্ক্যান করেছেন এমন বই এখানে দেয়া যাবে। কোন সমস্যা নেই। কোয়ালিটি ভালো হলে এক্সট্রা ক্রেডিটও পাবেন।
বিভিন্ন সাইটে বিভিন্ন বই পাওয়া যায়। ইপাব, মোবি বিভিন্ন ফরমেট এ। সব বই এখানে শেয়ার করার দরকার নেই। শুধু এক্সক্লুসিভ বইগুলো এখানে শেয়ার করা যেতে পারে। অন্যগুলো না করাই ভাল। যে বই অন্য যায়গায় পাওয়া যায় সেগুলো এখানে শেয়ার করার কোন মানে নেই। মানুষজন ঐ সাইটেরও নাম জানুক। আর যদি দিতেই চান তবে মেইন সেকশনে দেয়া যাবে না। শেয়ার সেকশনে দিতে হবে। মেইন সেকশনে শুধু এক্সক্লুসিভ বইগুলো থাকবে।
শুধু এক্সকুসিভ বইয়ের জন্য সবাই এই সাইটে আসুক।
তবে নেট এ পাওয়া যায় কিন্তু আপ্লোডার নিজে স্ক্যান করেছেন এমন বই এখানে দেয়া যাবে। কোন সমস্যা নেই। কোয়ালিটি ভালো হলে এক্সট্রা ক্রেডিটও পাবেন।